বলিউডে ফিরছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। ২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি শিল্পীরা ভারতে কাজ করতে পারতেন না। ভারতের বাসিন্দা না হলে ভারতে কাজ করা যেত না।
তবে সেই সব বিধিনিষেধ টপকে ৯ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।ফাওয়াদ খানের বলিউডে প্রত্যাবর্তন নিয়ে আপত্তি প্রকাশ করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, শিবসেনা নেতা সঞ্জয় নিরূপম, অশোক পণ্ডিতসহ অন্যরা।
আগামী ৯ মে ‘আবির গুলাল’ নামের একটি সিনেমার মাধ্যমে কামব্যাক করতে চলেছেন তিনি।
বিক্রম সিং রাথোড় পরিচালিত খুবসুরাত সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে ডেব্যু করেন ফাওয়াদ। এরপর ২০১৬ সালে কাপুর এণ্ড সন্স এবং এয় দিল হেয় মুশকিল সিনেমায় দেখা মেলে তার।
দীর্ঘ ৯ বছর পর আমির গুলাল দিয়ে বলিউডে ফিরছেন এই হ্যান্ডসাম হাংক।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে