ভারতের জনপ্রিয় আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ ডিসেম্বর রাতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুরগাঁও পুলিশ আরজে সিমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পুলিশ জানিয়েছে, তাদের ধারণা আত্মহত্যা করেছেন তিনি।গুরগাঁওয়ের সেক্টর ৪৭-এ নিজ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিমরানের। জানা গেছে, তার বন্ধুরা ফোন ও মেসেজ করেছিলেন তাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানায় বিষয়টি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় আরজের বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে। একইসঙ্গে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিভাবান এ আরজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের শোকবার্তা দিচ্ছেন তারা।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে