ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে আলোচিত নাম দাগি। সিনেমাটিতে প্রধান চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। সিনেমা যখন আলোচনার তুঙ্গে, ঠিক তখনই গ্রেফতার হলেন নিশো। গুলশান থেকে গ্রেফতার করা হয় নিশোকে।
লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া আর এই অভিনেতার দুই পাশে দুইজন পুলিশ। সে সময়কার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চিন্তিত হয়ে পড়েন নিশোর ভক্তরা।
তবে ঘাবড়ানোর কিছু নেই। সিনেমার প্রচারণায় এমন অভিনব প্রক্রিয়া খুঁজে বের করেছে দাগির টিম। বন্দি হয়েই সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়ে চমকে দিয়েছেন নিশো। এরপর মঞ্চে নির্মাতা শিহাব শাহীন হাতকড়া খুলে নিশোকে তার আসনে বসান।
সিনেমার দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ প্রযোজকরা এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।
সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে