চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির জেরে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব প্রান্ত থেকে রেলগেট পর্যন্ত উভয় পাশের এলাকায় এই আদেশ কার্যকর থাকবে। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত এলাকায় কোনো ধরনের সভা, মিছিল, প্রতিবাদ কর্মসূচি কিংবা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া, পাঁচজনের বেশি মানুষের একত্রে চলাচল এবং অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইউএনও বলেন,
“অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, একটি ভাড়া বাসায় দারোয়ানের হাতে এক শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত চবির ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল ছোড়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন চবির সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ১৮০ শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, তাদের পক্ষেও আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে


