এই ঈদে মোস্ট হাইপড সিনেমা শাকিব খানের বরবাদ।ঢালিউডের এই সিনেমাটি মোট ১২০ টি সিনেমাহলে চলছে।৩১ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য দেন শাকিব নিজেই।
‘বরবাদ’ সিনেমার হললিস্টের একটি ছবি শেয়ার করেন তিনি।অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব ও ইধিকা। ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যীশু সেনগুপ্তকে।
হললিস্টের ছবি আপলোড করে শাকিব খান ক্যাপশনে লেখেন,
ঈদ মোবারক। পবিত্র ঈদুল ফিতরে সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেল এবারের ঈদের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’।
ভক্তদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে শাকিব আরও লেখেন,
ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে পরিবার, পরিজন, বন্ধুবান্ধব এবং আপনজনদের নিয়ে নিকটস্থ সিনেমা হলে এসে উপভোগ করুন ‘বরবাদ’।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে