ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পুরো বিশ্ব জুড়ে চলছে বৈশ্বিক ধর্মঘট। বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে এই কর্মসূচি। একনজরে দেখে নিন দেশের কোথায় কোথায় চলছে নো ক্লাস, নো ওয়ার্ক কর্মসূচি।
যশোর
খুলনা বিভাগের যশোর জেলায় দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সকাল ১১ টায়। এ সমাবেশে আল-আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘ইসরাইল নিপাথ যাক’- স্লোগানে মুখর ছিল পুরো শহর।

ঝালকাঠি
সোমবার সকাল ৯টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গ্রহন করা হয়।

ঠাকুরগাঁও
গাঁজায় গণহত্যার প্রতিবাদে ৭ এপ্রিল ঠাকুরগাঁওয়ের বেশ কয়েকটি ইসলামী সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করে।
বগুড়া
বগুড়ায় ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন বগুড়ার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
পটুয়াখালী
সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী ঝাউতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় গিয়ে শেষ করে।
এছাড়াও চাঁদপুর, রাঙামাটিসহ বিভিন্ন শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে