বিশ্বব্যপি চলছে গাঁজায় ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে বৈশ্বিক ধর্মঘট ‘ দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা। বাংলাদেশে আজ সারাদিন বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সেই সাথে শুরু হয়েছে অনেক অরাজকতা।
বিভিন্ন জেলায় কেএফসি,বাটাসহ বিভিন্ন শোরুম ও অফিসে চলছে ভাঙচুর ও লুটতরাজ। আজ সারাদিন দেশের স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা তুলে ধরা হলো।
ড্যাফোডিল ইউনিভার্সিটি
ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় নো ক্লাস, নো ওয়ার্ক কর্মসূচির। কিন্তু প্রতিষ্ঠানটির শিক্ষিকা তাহমিনা রহমান শিক্ষার্থীদের এই সিদ্ধান্তকে ‘অসম্মান’ করে একটি গ্রুপ মেসেজে জানান, যারা ক্লাস বর্জন করবে তাদের ক্লাসে অনুপস্থিতি দ্বিগুণ ধরা হবে। এই ঘোষণার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।এ ইস্যুতে তাহমিনাকে সাময়িক বহিষ্কার করেছে ড্যাফোডিল। কিন্তু এতেও শান্ত হয়নি ছাত্ররা। তাহমিনাকে ধর্ষণের হুমকিসহ জীবননাশের দিচ্ছে দুর্বৃত্তরা।

বাটা, কেএফসিতে ভাঙচুর, লুটের ঘটনা
কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল থেকে অন্তত পাঁচটি রেস্তোরাঁ ভাঙচুর হয়েছে।দুপুর ১২টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনে শহীদ দৌলত ময়দান থেকে একটি মিছিল শুরু হয়। মিছিল থেকে এ ভাঙচুর হয়।বিক্ষোভকারীদের একটি অংশ ইসরায়েলি পণ্য বর্জনের কথা বলে কেএফসি, পিৎজা হাট, কাঁচা লঙ্কা, পানশি রেস্তোরাঁ ও মেরিন ফুড রেস্তোরাঁ ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন।

বগুড়ায় বিক্ষোভের মধ্যে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বাটা জুতার শোরুমে ভাঙচুর হয়।প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা সাতমাথার বাটা শোরুমে ইট-পাথর ছুঁড়ে মারে। এতে দ্বিতীয় তলায় শোরুমের জানালার কাঁচ ভেঙে পড়ে।

৩টার দিকে সিলেট শহরের মিরবক্সটুলা এলাকায় কেএফসির একটি শাখায় হামলা-ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।এছাড়া, কোমল পানীয় কোকা-কোলা রাখার জন্য কয়েকটি রেস্তোরাঁ ভাঙচুর করে জনতা। জনতা বিভিন্ন দোকান থেকে কোকাকোলা ও পেপসির কোমল পানীয় বের করে রাস্তায় ফেলে দেয়।

রাজু ভাষ্কর্য
সানি সরকার নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে ধরাশায়ী করেছে অতি উৎসাহী ছাত্র জনতা। ঘটনার সূত্রপাত দুপুর ১ টা। সানিসহ বেশ কয়েকজন পতাকা আনতে টিএসসি যায়। যেখানে তাঁরা দেখতে পায় সিটি কলেজ ও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর পতাকা বহন করছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে ভেবে তাঁরা সেসব শিক্ষার্থীদের ওই পতাকা নামিয়ে বললে শিক্ষার্থীরা তেড়ে আসে সানি ও তার সাথের লোকেদের উপর। ইসলামধর্ম বিদ্বেষী ট্যাগ দিয়ে মব সৃষ্টি করে। তারপর বেধড়ক পেটায় সানীকে।

রেস্টুরেন্ট, শো-রুমে ভাঙচুর ও লুটতরাজের ঘটনা এ দেশে নতুন নয়। কিন্তু এতে করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশে চলছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। ৫০ টি দেশের বিনিয়োগকারীরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। তার মাঝেই এসব ঘটনা দেশের বিনিয়োগ খাতেরও অপূরণীয় ক্ষতি সাধন করছে বলে মনে করছেন নেটিজেনরা।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে