গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন, নিউ ইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। ৭ এপ্রিল নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন।
হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন বৈশ্বিক ধর্মঘটের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে তাদের ইন্সটাগ্রাম একাউন্টে। বিবৃতিতে তাঁরা বলেন,
গাজায় গণহত্যা বন্ধে আমরা বৈশ্বিক ধর্মঘটের আহ্বান জানাচ্ছি। এই উদ্দেশ্য সফল করতে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল বন্ধ থাকবে। পদক্ষেপ নেওয়ার এখনই সময়।
এই বিবৃতিতে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর নিয়েও ক্ষোভ প্রকাশ করে হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন।
ধর্মঘটে অংশগ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়ে বিবৃতির শেষে বলা হয়,
গাজার জন্য ন্যায়বিচারের দাবিতে সবাই রাস্তায় নেমে আসুন। জায়নবাদীদের যুদ্ধাপরাধের অবসান ঘটান। মার্কিন সহযোগিতা বন্ধ করুন। আর সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনুন। পুরো একটা জনগোষ্ঠী যখন অনাহারে থেকে বোমার আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আমরা তখন হাত গুটিয়ে বসে থাকতে পারি না। রাস্তায় নামুন, আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন!
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিক থেকে গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন একে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে