গত ২৫ মে কিয়েভ, ঝাইটোমির, খারকিভ, খমেলনিস্কি, ওডেসা, মাইকোলাইভসহ অন্তত ৩০টি শহর লক্ষ্য করে ছোড়া হয় ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় বিভিন্ন শহরে বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা গুলি করে ভূপাতিত করেছে ২৬৬টি ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র।
তিন বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘উন্মত্ত’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন যা করছেন তাতে তিনি খুশি নন বলেও জানান।এর কয়েক ঘণ্টা পর নিজের মালিকানাধীন সোশ্যাল মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন,
‘পুতিন যা করছেন তাতে আমি খুশি নই। তিনি অনেক মানুষকে হত্যা করছেন এবং আমি জানি না তার (পুতিনের) কী হয়েছে।’
ট্রাম্প আরও বলেন,
‘রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে কিছু একটা ঘটেছে। তিনি একেবারে পাগল হয়ে গেছেন! তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন এবং আমি কেবল সৈন্যদের কথা বলছি না। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হচ্ছে।’
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে