২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলা অল্প সময়েই সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। প্রথম ও দ্বিতীয় মৌসুমে ১০টি করে গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেয় এই সংগীতমঞ্চ।
২০২৪ সালের ১৩ এপ্রিল ১৮০ জনেরও বেশি সুরকার ও শিল্পীর অংশগ্রহণে শুরু হয় তৃতীয় মৌসুমের প্রচার। পরিকল্পনা ছিল ১১টি গান প্রকাশের, যার মধ্যে মাত্র ৩টি গান প্রকাশিত হলেও এরপর দীর্ঘ এক বছরেরও বেশি সময় কেটে গেছে,নতুন কোনো গান পায়নি ভক্তরা।
তবে অপেক্ষার প্রহর হয়তো শেষ হতে চলেছে। ২০ আগস্ট রাতে কোক স্টুডিও বাংলার নির্মাতা শায়ান চৌধুরী অর্ণব নিজের ফেসবুক পেজে এক রহস্যময় পোস্টে লেখেন,
“যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজি?”
তার এই পোস্টে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্য করেছেন, “গানটি আজই আসুক।” সংগীতপ্রেমীদের এই উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই কোক স্টুডিও বাংলা ফিরছে নতুন গান নিয়ে, নতুন উদ্যমে।
প্রথম মৌসুমের অর্নবের ‘একলা চলো রে’, অনিমেষ রায়ের ‘নাসেক নাসেক’, বাপ্পা মাজুমদার, সানিমা চৌধুরী,অর্নবের হেয় সামালো,দ্বিতীয় মৌসুমের মুড়ির টিন,দেওরা ও বনবিবি ফ্যান ফেভারিট লিস্টে আছে। সবশেষ বাবনা করিমের কন্ঠে ওয়্যারফেজের অবাক ভালোবাসা উপহার দিয়েই বন্ধ হয়ে যায় কোক স্টুডিও বাংলার কার্যক্রম। এবার দেখার পালা কোক স্টুডিও বাংলা নতুন কি চমক দিতে চলেছেন শ্রোতাদের।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে


