শাকিব খানের হাইপড সিনেমা বরবাদ পাইরেসির শিকার হয়েছে।এ নিয়ে সিনেমাটির নির্মাতা মেহেদি হাসান হৃদয় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ সমস্যা সমাধানে আইনের পথে হেঁটেছেন নির্মাতা।মেহেদি হাসান হৃদয় বলেন,
‘বরবাদ’ পাইরেসি বন্ধে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। আইন সবার জন্য সমান। আজ রাতের মধ্যেই দুইজনকে গ্রেফতার করবে পুলিশ।
আবেগের বশে সিনেমার প্রিয় মুহূর্ত ভিডিও করলেও আইনের আওতায় শাস্তি পেতে হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।নির্মাতা আরও বলেন,
এরপরও যদি কেউ পাইরেসির সঙ্গে সম্পর্কযুক্ত হন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। প্লিজ, এগুলো করবেন না। একটা সিনেমা আমরা অনেক কষ্ট করে নির্মাণ করি। প্রযোজকরা অনেক টাকা বিনিয়োগ করেন। পাইরেসির কারণে হল মালিকরাও ক্ষতিগ্রস্ত হন। অনেক বছরের স্বপ্ন নিয়ে সিনেমা নির্মাণ করা হয়। আমার অনুরোধ, পাইরেসি করে দর্শকদের আগ্রহ নষ্ট করবেন না।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে