ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর শামীম হাসান বিয়ে করেছেন। ৪ এপ্রিল মিরপুরে ডিওএইচএসে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে। বিভিন্ন নাটকের শুটিং থেকে বিয়ের দৃশ্যটুকু সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন অভিনেতা। আর নেটিজেনরাও ধরে নিতো, সত্যিই বোধহয় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এর খানিকটা পরে শামিম মন্তব্যঘরে জানিয়ে দিতেন, ‘এটা নাটকের দৃশ্য’।
এবারও সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। গত কয়েক মাস আগে দুজনের পরিচয় হলেও শুক্রবার পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। শামীম হাসানের স্ত্রী ফরিদপুরের মেয়ে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে