মারা গেছেন বলিউডের বরেণ্য অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার। ৪ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। হার্টের সমস্যার পাশাপাশি লিভার সিরোসিসের সমস্যাও ছিল।
পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। ১৯৫৭ সালে মনোজ বলিউডে পা রাখেন। সিনেমাজগতে বিশেষ অবদানের জন্য তাকে ‘ভারত কুমার’ উপাধিতে সম্মানিত করা হয়।
৫ এপ্রিল দুপুর ১২টার পর পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গত ২১ ফেব্রুয়ারি শারীরিকভাবে অসুস্থবোধ করলে গুণী এ শিল্পীকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমার।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে