তেঁতুলতলা_মাঠ_বাঁচাও_আন্দোলন আয়োজিত সাংস্কৃতিক দিবস “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল”
আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার, সকাল ৮টায় কলাবাগানের তেতুলতলা মাঠে অত্র এলাকার শিশু কিশোরদের নিয়ে উদযাপিত হবে “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল ” শিরোনামের এক সাংস্কৃতিক অনুষ্ঠান।
ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুষ্ঠানটি আয়োজন করে “তেঁতুলতলা_মাঠ_বাঁচাও_আন্দোলন”। এলাকাবাসীর সহায়তায় আয়োজনটিতে পর্যায়ক্রমে থাকছে বেশ কিছু কো-কারিকুলাম।
১| অনুষ্ঠানে সকাল ৮টায় প্রথমেই থাকছে জাতীয় সঙ্গীত সমন্নিত জাতীয় সঙ্গীত।এতে অংশগ্রহন করবেন পাড়ার মাঠ যোদ্ধাদের সাথে বাড্ডা উদীচীর শিল্পীরা। জাতীয় সঙ্গীত শেষ হলে অন্যান্য শিল্পকর্ম শুরু হয়ে যাবে।। তবে দলীয় সঙ্গীত বা একক সঙ্গীত পরিবেশনা চলবে।।
২| দেয়ালিকা ( দেয়াল চিত্রাঙ্কন)
৩| বৃক্ষরোপণ
৪| ইকেবানা প্রদর্শন
৫| তেঁতুলতলা মাঠের বিভিন্ন সময়ের আলোচিত, গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শনী।।
৬| বিভিন্ন বই প্রদর্শন ও বিক্রি ( আপনিও আপনার প্রকাশিত বই আমাদের এই প্রদর্শনী টেবিলে রাখতে পারবেন।।
৭| সব চেয়ে জরুরী সারাদিন ব্যাপি এই আয়োজনে শিশুরা তাদের পছন্দমত যে কোনো শিল্পকর্মে অংশ নিবে।। এবং সেই ক্ষেত্রে সকল শিল্পী কুশলী এবং ভলেন্টিয়াররা শিশুদের সাহায্য করবে।। কতৃপক্ষ শিশুদের লেখা ছড়া, কবিতা ছোট গল্প আহবান করেছেন।
৯| বিকেল ৪ টায় শিশুদের জন্য রয়েছে জল পুতুলের পরিবেশনায় পাপেট শো
১০| মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল, এই নজরুল সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে সারাদিন ব্যাপি আমাদের এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হবে।।
অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে থাকবে সন্ধ্যা ৬ টায় ধ্রুবতারা এস্ট্রোনমি ফাউন্ডেশন নিয়ে আসছে, “নক্ষত্রের দেশে কিছুক্ষণ”।দূরের তারা কাছ থেকে ছুঁয়ে দেখার দুর্লভ রোমাঞ্চকর অনুভূতি শিশুদের ভাল লাগবে নিশ্চিত।।
দুপুর ১২’১৫ থেকে ২’১৫ পর্যন্ত জুম্মার নামাজের জন্য মাইক বন্ধ থাকবে।। তবে অন্যান্য নিঃশব্দ শিল্পকর্ম চলবে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে