২০০৮ সালে ১৮ এপ্রিল ভালোবেসে বিয়ে করেন শাকিব, অপু। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। বর্তমানে বিচ্ছেদ হলেও একজন অন্যজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আলোচিত এ দুই সেলিব্রেটি।
প্রেমজীবনের শুরুতে ঢালিউড মেগাস্টার শাকিব খান প্রায়ই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে গান গেয়ে শোনাতেন। বলিউড সিনেমার একটি গান অসংখ্যবার শুনেই শাকিবের প্রেমে পড়েছিলেন অভিনেত্রী।
ঈদ আড্ডায় অংশ নিয়ে ব্যক্তিজীবন প্রসঙ্গে এমনই চমকপ্রদ নতুন তথ্য দিয়েছেন ঢালিউড সিনেমার কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।অপু বিশ্বাস বলেন,
বলিউড সিনেমার জনপ্রিয় গান ‘কিউ কি ইতনা পেয়ার তুমকো করতি হে হাম, কিয়া জানো গে হামারি সানাম’ গানটা ও আমাকে এতো শোনাতো যে, ওই গান শুনতে শুনতে আমি ওর প্রেমে পড়ে যাই।
অপু আরও বলেন,
শাকিব কিন্তু ভালো গায়। ‘মনের জ্বালা’ সিনেমায় সে একটি গান প্লেব্যাক (আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়, হাতের ইশারাতে সাগর শুকায়) করেছিল।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে