ফুটবল অঙ্গনে রোনালদো-হয়লুন্দের দ্বৈরথ যেন এক নতুন চমক নিয়ে হাজির। আগের ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ। তবে কোনো অপমান বা অবজ্ঞা থেকে নয়, বরং তাঁর ‘আদর্শ’ রোনালদোকেই অনুকরণ করেছিলেন তিনি। রোনালদোও বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। এমনকি, হয়লুন্দের সামনে একই উদ্যাপন করার ইচ্ছাও ব্যক্ত করেছিলেন পর্তুগিজ মহাতারকা। আর গতকাল রাতের ম্যাচে রোনালদো যেন নিজের প্রতিশ্রুতি রাখলেন।
তবে, নায়ক হয়ে ওঠার এই ম্যাচে খলনায়কও হতে পারতেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। গতকাল লিসবনে দ্বিতীয় লেগের লড়াইয়ে ষষ্ঠ মিনিটে পেনাল্টিতে দলকে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ‘সিআর সেভেন’। পেনাল্টি মিস করে হতাশায় নিমজ্জিত করেছিলেন সমর্থকদের।
পর্তুগাল যখন দুই লেগ মিলিয়ে ২-১ গোলে পিছিয়ে, তখনই নিজের দায় শোধ করেন রোনালদো। ম্যাচের ৭২ মিনিটে তাঁর দুর্দান্ত এক গোলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতায় ফেরে পর্তুগাল। আর ক্যারিয়ারের ৯২৯তম গোলটির পরই হয়লুন্দকে জবাব দেন ‘সিউ’ উদ্যাপনে।
রোনালদোর গোল ও উদ্যাপনেই অবশ্য শেষ হয়ে যায়নি সব নাটকীয়তা। বরং শেষ দিকে রীতিমতো থ্রিলারে পরিণত হয় এই লড়াই। যেখানে শেষ পর্যন্ত পর্তুগাল ম্যাচ জিতেছে ৫-২ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে)। লিসবনে রোনালদোর পেনাল্টি মিসের পর ৩৮ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর ৫৬ মিনিটে ডেনমার্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রাসমুস ক্রিস্টিনসেন। যা পর্তুগালের পক্ষে সমতায় ফেরান রোনালদো।
কিন্তু ৭৬ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে দুই লেগ মিলিয়ে আবার লিড নেয় ডেনমার্ক (৩-২)। তবে এবারও লিড ধরে রাখতে পারেনি তারা। ৮৬ মিনিটে ফ্রান্সিসকো ট্রিনকাওয়ের গোলে আবার ৩-৩ সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় পর্তুগাল। অতিরিক্ত সময়ে ট্রিনকাও করেন নিজের দ্বিতীয় গোল আর গনসালো রামোস করেন দলের হয়ে পঞ্চম গোল।
একই রাতে থ্রিলারের দেখা মিলেছে স্পেন-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও। প্রথম লেগে এই ম্যাচ ২-২ সমতায় ছিল। দ্বিতীয় লেগেও উত্থান-পতনের নাটকীয়তার পর ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। ফল পেতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে গোল মিস করেন লামিনে ইয়ামাল। কিন্তু এরপরও টাইব্রেকারে স্পেন জেতে ৫-৪ (মোট ১২ শট) গোলের জয় পায় স্পেন।
নাটকীয়তার দেখা মিলেছে ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচেও। প্রথম লেগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে গতকাল রাতে প্রতিশোধ নিয়ে ফ্রান্স ম্যাচ জেতে ২-০ গোলে। অর্থাৎ দুই লেগ মিলিয়ে ম্যাচ ছিল ২-২ সমতায়। তবে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে বাজিমাত করে ফ্রান্স। ফ্রান্সের জয়ে নেশনস লিগের সেমিতে হবে গত ইউরোর সেমিফাইনালের পুনরাবৃত্তি। অর্থাৎ ৫ জুন রাতের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।
ডর্টমুন্ডে অবশ্য ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত লাভ হয়নি ইতালির। জার্মানির বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পর ম্যাচে ৩-৩ গোলে সমতা আনে ইতালি। কিন্তু দুই লেগ মিলিয়ে তারা ম্যাচ হারে ৫-৪ গোলে। সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে