কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। এই অভিনেত্রীকে বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সোনা পাচারের অপরাধে রান্যাকে গ্রেফতার করেছে ডিআরআই কর্মকর্তারা। সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিআরআই কর্মকর্তারা তাকে আটক করেন।
এরপর দেখা যায় ১৪.৮ কেজি সোনা তার সঙ্গে ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন।
ডিআরআই সূত্রে জানা যায়, গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই।