সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করে নিয়ে আসা ১১৫০ পিস ভারতীয় শাড়ি ও ৬০০ থান টিস্যু জর্জেট কাপড়সহ একজনকে এক কোটি ২০ লাখ টাকার মালামাল আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার সন্ধ্যায় শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে ভারতীয় কাপড়সহ বিভিন্ন দ্রব্যাদি ট্রাকে কলারোয়ার দিকে যাচ্ছে। এমন খবর পেয়ে ডিবি পুলিশ ট্রাকটি ধাওয়া করে কলারোয়া থানাধীন বেলতলায় ট্রাকের গতিরোধ করলে ট্রাকচালক পালিয়ে যান। এসময় ট্রাকে থাকা হেলপারকে আটক করে ডিবি পুলিশ।
পরে সেখানে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি করে ১১৫০ পিস ভারতীয় শাড়ি, যার মূল্য আনুমানিক ৬৯ লাখ টাকা, ৬শ’ থান টিস্যু জর্জেট গজ কাপড়, যার মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকাসহ ৪৫১ বস্তা ভারতীয় চায়না ক্লে পাউডার, ৭১ বস্তা সাদা পাউডার ও সাগুর দানার মতো ভারতীয় কেমিক্যাল পদার্থ আটক করে ডিবি পুলিশ।
আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা, একইসঙ্গে অবৈধ চোরাচালানী পণ্য বহনকারী বাংলাদেশি ট্রাকটি জব্দ করা হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে