আজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজ। সম্প্রতি এশিয়াকাপে টাইমড আউট এবং এর আগে কিছু ম্যাচে উত্তপ্ত ঘটনায় এই দুই দলের দৈরথ এখন টক অফ দ্যা টাউন। এশেজ সিরিজের উত্তাপ ও যেন ছাড়িয়ে যাচ্ছে প্রতিটি ম্যাচ। চলুন জেনে নেয়া যাক, মুখোমুখি ওয়ানডেতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পরিসংখ্যান।
সাম্প্রতিককালে বাংলাদেশ ওয়ানডেতে খুবই শক্তিশালী দল। কিন্তু পরিসংখ্যান বলছে, শ্রীলঙ্কা সবসময়ই বাংলাদেশের সাথে উজ্জ্বল। এ পর্যন্ত ৫৪ টি আন্তর্জাতিক ম্যাচে এই দু দল মূখোমুখি হয়েছে। এরমধ্যে ৪২ টি ম্যাচ জিতেছে লঙ্কানরা। টাইগাররা জিতেছে মাত্র ১০ টি ম্যাচ। বাকী দুইটি ম্যাচ কোন ফলাফল দেখেনি।
এই দুই দলে মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশী রান করেছেন কুমার সাঙ্গাকারা। ৩১ ম্যাচ খেলে ২৮ ইনিংসে করেছেন ১২০৬ রান। ৪৮.২৪ রান গড়ে ৮৮ স্ট্রাইকরেটে তিনি এই রান সংগ্রহ করেছেন। বাংলাদেশের বিপক্ষে উজ্জ্বল কুমার সাঙ্গাকারা ৬ টি হাফসেঞ্চুরি এবং ৫ টি সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ রানের তালিকায় বাংলাদেশের মুশফিকুর রহিম ১০৭২ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন।
বোলিং এর কথা মাথায় আসলেই মনে পড়ে ভয়ঙ্কর মুত্তিয়া মুরালিধরণের নাম। বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৭ ইনিংসে তিনি নিয়েছেন ৩১ টি উইকেট। এক ইনিংসে সর্বোচ্চ ৫ টি উইকেট নিয়েছেন তিনি। বোলিং এভারেজ ১৭.২২ এবং ইকোনমি রেট মাত্র ৩.৩৪। সর্বোচ্চ উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে লাসিথ মালিঙ্গা এবং তৃতীয় স্থানে আছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মূর্তজা। তারা যথাক্রমে ২৭ এবং ২৬ টি করে উইকেট নিয়েছেন।
হোম এবং এওয়ে ম্যাচেও এগিয়ে শ্রীলঙ্কা। হোম ম্যাচে শ্রীলঙ্কা জিতেছে ২০ টি এবং বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ। অপরদিকে এওয়ে ম্যাচে শ্রীলঙ্কার জয় ১৪ টি ম্যাচে যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র দুইটি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কার ৮ টি জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র ২টি।
তবে সাম্প্রতিক পরিসংখ্যানে কিন্তু দু দলই সমান সমান। শেষ ছয়বার মুখোমুখিতে দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে। এমনকি শেষ ম্যাচে দিল্লিতে বাংলাদেশ জিতেছে ৩ উইকেটে।
বাংলাদেশ শ্রীলঙ্কার এই দ্বৈরথ এখন তুমুল জনপ্রিয়। ক্রিকেটপ্রেমীরা উন্মুখ হয়ে থাকেন এই দু দলের খেলা দেখার জন্য। টি-টুয়েন্টি সিরিজে ২-১ এ হেরে যাওয়া টাইগাররা কি পারবে, ওয়ানডে সিরিজ জিততে? নাকি ম্যাথিউসের শ্রীলংকাই হাসবে শেষ হাসি? জানতে হলে অপেক্ষা করতে হবে ১৮ মার্চ তৃতীয় ওয়ানডে পর্যন্ত।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে