মারা গেছেন টালিউড পরিচালক অরুণ রায়। ২ জানুয়ারি ভোররাতে এই নির্মাতার মৃত্যু হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। তিনি কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।বুধবার তাঁকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় । ২ জানুয়ারি পাওয়া গেল তাঁর মৃত্যুর খবর।
কলকাতার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় কেমোথেরাপি নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শরীরে রোগ প্রতিরোধকক্ষমতা একেবারে কমে যাওয়ায় ফুসফুসে সংক্রমণ হয়। এর জেরেই গত কয়েক দিনে দ্রুত অবনতি হয়েছে শারীরিক পরিস্থিতি।
সম্প্রতি পরিচালককে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘাযতীন’ দেব। আশা ছিল, সব লড়াই জিতে হাসিমুখে ফিরে আসবেন তিনি। তবে তা আর হলো না।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে