দিনাজপুরের হিলি অঞ্চলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে তৌহিদী জনতা এবং আয়োজক কমিটির মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে। স্থানীয়দের মতে, স্থানীয়রা বাওনা মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করে, যা দেখতে হাজারও মানুষ জড়ো হয়। তবে ‘তৌহিদী জনতা’ নামক একটি ধর্মীয় সংগঠন খেলার বিরুদ্ধে অবস্থান নেয় এবং তা বন্ধের জন্য বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ ছিল, নারীদের খেলাধূলা ইসলামে ‘হারাম’। এসময় পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ১০ জন আহত হন, যার মধ্যে সাংবাদিকও ছিলেন।
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নিয়ামত উল্লাহ জানান, খেলা আয়োজনের জন্য কোনো অনুমতি নেয়া হয়নি প্রশাসন কিংবা পুলিশ থেকে। পুলিশ এবং প্রশাসন খেলা বন্ধ করতে উপস্থিত ছিল, এবং তারা তৌহিদী জনতাকে নিরাপদ দূরত্বে রেখে খেলা বন্ধ করতে চাইছিল। পুলিশ তাদের ১০ মিনিট সময় নিয়েছিল খেলা বন্ধের জন্য, কিন্তু তখনই কিছু লোক তৌহিদী জনতার ওপর হামলা করে।
এদিকে, তৌহিদী জনতার পক্ষ থেকে দাবি করা হয়, আয়োজকদের পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয়েছে, যা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে লঙ্ঘন করেছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত, এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।