তরুণ শিল্পী ফতেহ আলী খান আকাশ। শিল্পী পাড়ায় তার বেশ নাম-ডাক, চেনা পরিচিত শিল্পীদের সাথেই তার উঠাবসা। ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় তার কভার করা অনেক গান রয়েছে। তবে, বাবার শোকে, আকাশের কন্ঠে আজ বেদনার সুর। আকাশের বাবা পায়ের ‘গ্যাংগ্রিনে’ গুরুতর অসুস্থ।
কিছুদিন আগে আকাশের বাবা-র বুকে বসানো হয়েছে পেসমেকার, সে সময় সাধারণ মানুষের সহযোগীতায় বেঁচে গেছেন বাবা। কিন্তু এবারের অসুখ নিয়ে বিপাকে পড়েছে আকাশ এবং তার পরিবার।
আকাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন আকুতি। ফতেহ আলী খান আকাশের ফেসবুক ওয়াল জুড়ে আজ এক বিষাদের ছায়া। “আল্লাহ শুধু আমাদের পরীক্ষা নেন,” আকাশ লেখে, “কয়েকদিন আগে আব্বার হার্টে ব্লক থাকার কারণে সবার সাহায্যে পেসমেকার লাগিয়েছি। যত টাকা দরকার ছিল, তত টাকা পাওয়ার পর অনুদান বন্ধ করে দিয়েছি। ভেবেছিলাম, বাকিটা আমি নিজেই সামলাতে পারব।”
কিন্তু নিয়তির পরিহাস অন্যরকম। প্রায় প্রতিদিন তার বাবার চিকিৎসার জন্য হাজার হাজার টাকা খরচ হচ্ছে। “অনেকেই আমাকে সাহায্য করেছেন,” আকাশ জানায়, “কিন্তু এবার আব্বার দুই পায়ে চারটা ব্লক ধরা পড়েছে। রক্ত চলাচল প্রায় বন্ধ। আঙুলে সামান্য পিঁপড়ার কামড়ের মতো ইনফেকশন সারা পায়ে ছড়িয়ে গেছে। ডাক্তার বলছে, পা কেটে ফেলতে হবে।”
আকাশের বাবার কোনো চাকরি নেই। টুকটাক গানবাজনা করে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে সংসার চলে, আর বাবার চিকিৎসার খরচ জোগাতে হয়। ডাক্তার জানিয়েছে, এই অপারেশনে অন্তত পাঁচ-ছয় লক্ষ টাকা খরচ হবে, যা আকাশের একার পক্ষে বহন করা অসম্ভব। “আমি চাইলে আগের ফান্ডিংটা চালিয়ে যেতে পারতাম,” আকাশ বলে, “কিন্তু হার্ট অপারেশন সফল হওয়ার পর, যতটুকু টাকা দরকার ছিল, তা পাওয়ার পর আমি ফান্ডিং বন্ধ করে দিয়েছিলাম।”
“জানি না আব্বাকে বাঁচাতে পারব কি না,” আকাশ লেখে, “আমার মা-ও নেই। হয়তো জীবনে অনেক টাকা আয় করব, কিন্তু সময়মতো না পেলে আব্বাকে বাঁচাতে পারব না। হয়তো এটাই আমার নিয়তি।” আকাশের কণ্ঠ হতাশা আর অসহায়তায় ভেঙে আসে। “জানি না কপালে কী আছে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, যাতে আমি এতিম না হই। রোজার মধ্যে সবার কাছে আমার আব্বার জন্য দোয়া করার অনুরোধ রইল।”
আপনাদের সকলের প্রিয় কণ্ঠশিল্পী, ফতেহ আলী খান আকাশের বাবার জীবন-সংকটাপন্ন চিকিৎসার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
এই মুহূর্তে তার বাবার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই, এই কঠিন সময়ে আমরা আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সেই সাথে, আপনাদের জন্য একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “বাবার জন্য গান” শিরোনামে এই অনুষ্ঠানটি আজ ফেসবুকে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্থিতি আমাদের মনোবল বৃদ্ধি করবে এবং ফতেহ আলী খান আকাশের বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহে সহায়ক হবে। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বগা তালেব, মুসা কলিম মুকুল, সচল পাগল সুজন, ফাতেহ আলী খান আকাশ, কুয়াশা মূর্খ, রাহিদা লগ্না, সানজিদা শারমিন প্রমি এবং সুমন্ত হাজরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন সাবরিনা প্রথমা।
অনুষ্ঠানের সময়সূচী:
- বাংলাদেশ সময়: রাত ০৮:৩০ মিনিট
- পশ্চিমবঙ্গ সময়: রাত ০৮:০০ মিনিট
আপনারা সকলে আমন্ত্রিত। এই কঠিন সময়ে ফতেহ আলী খান আকাশের পাশে দাঁড়ান।
আকাশের এই আকুতি যেন সমাজের প্রতিটি হৃদয়কে স্পর্শ করে। তার বাবার জীবন বাঁচাতে প্রয়োজন সকলের সহযোগিতা। যদি কেউ সাহায্য করতে চান, তবে বিকাশ বা নগদের মাধ্যমে অনুদান পাঠাতে পারেন: বিকাশ: 01799510783, নগদ: 01603581638।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে