বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি মা হয়েছেন। ২৪ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান।
কন্যা হওয়ার খবর জানিয়েছেন আথিয়া-লোকেশ দুজনই। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা।দুটো রাজহাঁস সম্বলিত একটি ফটো কার্ড ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আথিয়া-লোকেশ। তারা লেখেন,
“২৪ মার্চ আশীর্বাদ হিসেবে একটি কন্যাসন্তান পেয়েছি।”
অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া, ২০২৩ সালে ক্রিকেটার লোকেশ রাহুলকে বিয়ে করেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর কাছের মানুষদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করেন এই দম্পতি।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে