গত সোমবার জানা যায়, অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্য থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়ে শাকিব খানের ‘বরবাদ’। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
রাতেই মানববন্ধনের ডাক তোলে ভক্তরা।(২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে বহু শাকিবের ভক্ত যারা শাকিবিয়ান নামে পরিচিত তারা জড়ো হন। ব্যানার প্ল্যাকার্ড হাতে তারা দাবি তোলেন, সেন্সর বোর্ডে আটকে থাকা ‘বরবাদ’ অনতিবিলম্বে কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে।
দুপুরে মানববন্ধনে জড়ো হওয়া শাকিবের ভক্তরা জানান, সেন্সর বোর্ড পরিবর্তন করে সার্টিফিকেশন বোর্ড হওয়ার পরেও কেন দৃশ্য কর্তন করতে হবে? গ্রেডিং সিস্টেমের আওতায় ‘বরবাদ’কে মুক্তির অনুমতির দাবি তোলেন তারা।
মানববন্ধনে আগতদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, একদফা এক দাবি, ‘বরবাদ’-এর মুক্তি চাই। এছাড়া তারা স্লোগান তোলেন, জনে জনে খবর দে, সেন্সর বোর্ডের কবর দে!
মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, যীশু, ইধিকা, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ।
শাকিব ভক্তরা দাবি করছেন,
যে বাংলাদেশে শাকিব খানের সিনেমার মুক্তির সময় এ ধরনের ঘটনা ঘটানো হয়। আমাদের মেগাস্টারকে চক্রান্ত করে দমিয়ে রাখার চেষ্টাতে এই কাজগুলো করা হয়। তবে আমরা শাকিবিয়ান যারা আছি তারা কখনোই এই পরিকল্পনা সফল হতে দেব না। আজ সেন্সর বোর্ডের সামনে আছি, দাবি পুরণ না হলে আমরা শাকিবিয়ানরা অনশনে যাব।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে