দুদিন আগে অভিনেত্রী পরিমনির নামে নির্যাতনের অভিযোগ করেন তারই এক গৃহকর্মী। সংবাদমাধ্যমে ওই নারী অভিযোগ করেন, পরীমনি তাঁকে অমানবিকভাবে আঘাত করেছেন। যার জন্য তিনি এক চোখে দেখতে পাচ্ছেন না এবং এখনো চিকিৎসা নিতে হচ্ছে।
এই ঘটনার ইস্যুতে পরীমনি ৪ এপ্রিল দিবাগতরাতে লাইভে এসে সংবাদমাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেন। লাইভে জানান, কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রকাশিত প্রমাণহীন খবরে মর্মাহত তিনি।লাইভে পরিমনি বলেন,
দুপুরের পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে গৃহকর্মীকে মারধর ও নির্যাতনের খবর দেখছি। আমার নামে একজন গৃহকর্মী ভাটারা থানায় জিডি করেছেন। কিছু সংবাদমাধ্যম ওই গৃহকর্মীর সাক্ষাৎকার নিয়ে এমনভাবে নিউজ করে যে এ ঘটনায় আমিই দোষী তা প্রমাণ করে। এটা মানসিকভাবে আমাকে বিপর্যস্ত করেছে। কেউ কারো নামে জিডি করলেই সে দোষী এটা প্রমাণ হয় না।অভিনেত্রী বলেন, আমার মা, বাবা, নানু নেই। আমার পরিবার বলতে গৃহকর্মীদেরই বুঝি। আপনারা অতীতে দেখেছেন, আমি কোনো উৎসব কিংবা ঈদ আমার স্টাফ, গৃহকর্মীদের নিয়েই উদ্যাপন করি। আপনাদের কি একবার মনে হলো না একমাসও হয়নি আমার বাসায় কাজ করতে আসা ওই ব্যক্তি থানায় কেন জিডি করেছে? এটা একটা ষড়যন্ত্র হতে পারে?
সাংবাদিকদের উদ্দেশে পরীমণি বলেন,
যারা দেশের বড় প্রতিষ্ঠানে কাজ করেন, স্টাবলিশ প্রতিষ্ঠানে কাজ করেন তাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। কারণ তারা যে নিউজ করেন, সেটাই সত্য বলে ধরা নেয়া হয়। একটি প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম তা করেনি বলেই আজ এত রাতে আমাকে লাইভে আসতে হয়েছে।
এরপরই এ নায়িকা বলেন,
আমার হাতে সব প্রমাণ আছে। আমি ভেবেছিলাম, আজ লাইভে তা প্রকাশ করবো। কিন্তু মানসিকভাবে আমি প্রস্তুত নই। তাছাড়া আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টা যখন আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে, সেহেতু তা আইনি প্রক্রিয়াতেই সমাধান হোক। আজ রাত সাড়ে ৯টায় পুলিশ আমার বাড়িতে জিডি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেছে। আমার বাসার সব স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে