১৯৯৮ সাল থেকে ‘সিআইডি’ সম্প্রচারিত হয় সনি টেলভিশনে। ২০১৮ সালে শেষ হয় প্রথম সিজন। ২০২৪ সালে ফিরে আসে সিআইডি।তাতে এসিপি প্রদ্যুমনের চরিত্রে অভিনয় করেন শিবাজি সাতাম।
তাঁর ট্র্যাকটি শেষ হতে চলেছে। বোমা হামলায় এই চরিত্রের মৃত্যু দেখানো হবে বলে জানা যায়।
এসিপি প্রদ্যুমানের পর নতুন এসিপি চরিত্রে দেখা যাবে অভিনেতা পার্থ সামথানকে। তার চরিত্রটির নাম হতে চলেছে এসিপি আয়ুষ্মান। ‘সাস বহু বেটিয়াঁ’ সিরিয়ালের জনপ্রিয় মুখ পার্থ। ‘সিআইডি’-তে তাঁর চরিত্রটি নিয়ে ভীষণই আশাবাদী অভিনেতা।পার্থ বলেন,
‘আমার কাছে অফার এসেছে। প্রথমে ভয় পাচ্ছিলাম এই ভেবে, প্রস্তাব গ্রহণ করব কি না। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছি। প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছিল না। সবাই ধরেই নিয়েছিল আমি মস্করা করছি। তবে যতই যাই হোক, আমি এই সুযোগ কিছুতেই হাতছাড়া করব না।’
একটি আইকনিক চরিত্রের মৃত্যুকে সহজভাবে নিচ্ছে না এসিপি প্রদ্যুমানের ভক্তরা। এসিপি আয়ুষ্মান কি দর্শকের মনে সমান জায়গা নিতে পারবে?
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে