আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হন তিনি।ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী তাহিরা।
ইনস্টাগ্রামে দেয়া সেই পোস্টে তাহিরা লিখেছেন,
‘সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো এটার (ক্যানসার) অস্তিত্ব পেয়েছি।’
বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন,
‘#নিয়মিত স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার”।আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।’
স্ত্রীর এমন খবরে বিষণ্ণ হয়ে পড়েছেন আয়ুষ্মান খুরানা। তাহিরার পোস্টে স্ত্রীকে সাহস জুগিয়ে কমেন্ট করেন, ‘আমার হিরো’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় এবং একটি অশ্রুসজল ইমোজি।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে