ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্থানি শিল্পী আইমা বেগ। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কনসার্টটির আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
জানা যায় বড় পরিসরের এই কনসার্টে পাকিস্তানি সংগীতশিল্পী আইমার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরাও।
২০১৫ সালে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ের মাধ্যমে সংগীতে ক্যারিয়ার শুরু করেন আইমা বেগ। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমায় প্রথম প্লেব্যাক করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আইমা একটি ভিডিও বার্তা শেয়ার করেন। জানান, প্রথমবার বাংলাদেশে আসছেন তিনি। আগামী ১১ এপ্রিল ঢাকার মঞ্চে গান গাইবেন।
এই গায়িকার জনপ্রিয় গানের তালিকায় আছে ‘পেয়ার হুয়া থা’, ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’,‘মালাং’, ‘না ছের মালাংগান’, ‘লং টাইম’ ইত্যাদি।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে