কিছুদিন আগে গুঞ্জন ওঠে পরিবর্তন হতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম। নাম পরিবর্তন নিয়ে উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী জানান,
‘পহেলা বৈশাখ উপলক্ষে এবার চারুকলা থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়ে আগামী ১০ এপ্রিল জানাবে।’
জানা যায়, এবছর দুইদিনব্যপি উদযাপিত হবে বৈশাখ। এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, একই শোভাযাত্রায় বিভিন্ন ব্লকে থাকবে চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠী ও সাংস্কৃতিক গোষ্ঠী।
সংস্কৃতির সব ধারাকে এক জায়গায় আনাই মূল লক্ষ্য, নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে আগে এমনটা জানিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা জানা যাবে আজ।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে