নতুন বছরকে বরণ করতে ১৩ তারিখ চৈত্রসংক্রান্তি ও ১৪ তারিখ পহেলা বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস শেষের কবিতার নাট্যরূপ বাংলাদেশ মহিলা সমিতিতে মঞ্চস্থ করার কথা ছিলো প্রাঙ্গনে মোর নাট্যদলের।
কিন্তু তৌহিদী জনতার পক্ষ থেকে এই নাটক বন্ধ করার জন্য চিঠি আসে। ১৩ এপ্রিল মহিলা সমিতি নাট্যদলকে জানায় তাঁরা এই নাটক মঞ্চস্থ করতে পারবে না।

এই ইস্যুতে মহিলা সমিতি প্রাঙ্গনে ১৩ এপ্রিল বিকেল ৫ঃ৩০ মিনিটে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় প্রাঙ্গনে মোর নাট্যদল। শেষ পর্যন্ত নাটকটি মঞ্চস্থ করার অনুমতি দিয়েছে প্রশাসন ও মহিলা সমিতি।
তবে ১৩ তারিখের শোটি করা সম্ভব হয়নি। আর তাই ১৫ তারিখও হল বরাদ্দ চেয়েছে প্রাঙ্গনে মোর নাট্যদল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এটি দলের ষষ্ঠ প্রযোজনা।
এটিই প্রথম নয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মহিলা সমিতি মিলনায়তনে একদল ব্যক্তির হুমকির মুখে স্থগিত হয়েছিল ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’। পরে রোজার মাসে মহিলা সমিতি কর্তৃপক্ষ কোনো নাট্যদলকে মিলনায়তনে বরাদ্দ দেয় নি।
চলতি মাসের শুরুতে মসজিদ কমিটির লোকজন ও ‘এলাকাবাসীর’ বাধায় স্থানীয় রানীগঞ্জ উদয়ন সংঘের একটি নাটকের প্রদর্শনী বন্ধ হয়ে যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। পরে অবশ্য ‘রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বে’ বন্ধ হয়ে যাওয়া ‘আপন-দুলাল’ নাটকটি মঞ্চস্থ হয় একদিন পর।
এর আগে গেল বছরের নভেম্বরের শুরুতে রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভের মুখে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন আয়োজকরা।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে