গত ২১ জানুয়ারি অপহরণের চেষ্টা করা হয় ঢালিউড অভিনেত্রী নিঝুম রুবিনাকে। রাজধানীর হাতিরঝিল থেকে ধানমন্ডি যাওয়ার জন্য রাইড শেয়ারিং করেন এ অভিনেত্রী। সেখানে রাইড শেয়রিং চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন রুবিনা।
ভয়াবহ সে ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী জানান, গাড়ি চালক অন্য পথে যাওয়ায় ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুরু করেন। এরপর গ্লাস খুলে জানালা দিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দেন। উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়ে রাজধানীর রামপুরা থানায় মামলা দায়ের করেন রুবিনা। মামলা করার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত উবার চালককে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্ত উবার চালকের নাম রকি হোসেন। তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ২৬ জানুয়ারি সকালে গ্রেফতার করা হয়। চিত্রনায়িকা রুবিনা বলেন,
উবার চালকের গাড়ির মালিক আমাদেরই সহকর্মী, শোবিজ ইন্ডাস্ট্রির একজন। তার নাম এখনই বলতে চাইছি না। পুলিশকে তা জানানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন।
এ প্রসঙ্গে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ সংবাদমাধ্যমকে বলেন, উবার চালক মো. রকিকে (৩২) গ্রেফতার করা হয়েছে। রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে অভিযুক্তকে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে