৪৯ বছর বয়সে মা হতে চলেছেন একসময়কার হার্টথ্রব অভিনেত্রী আমিশা প্যাটেল। অভিনেত্রীর বেবিবাম্পের ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
১৮ এপ্রিল ইনস্টাগ্রামে সবুজ রংয়ের মোনোকিনি পরা দুটি ছবি আপলোড করেন অভিনেত্রী। ছবিতে মাথায় টুপি আর চোখে রোদচশমা পরা আমিশা। ক্যাপশনে লেখেন, রোদে আমার সময়।
দুবাইয়ে সময় কাটানো এ ছবি পোস্ট করার পরই নেটিজেনদের চোখ আটকে যায় অভিনেত্রীর পেটের ফোলা অংশে। অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, অন্তঃসত্ত্বা।
প্রসঙ্গত গায়ক নিরভানা বিরলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আমিশা। তবে কি নিরভানার সন্তানের মা হতে চলেছেন আমিশা প্যাটেল?
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে