মারা গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ললিত মনচন্দা।২১ এপ্রিল উত্তরপ্রদেশের মিরাটে নিজের বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতার মরদেহ।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৬ বছর।
অভিনেতার মৃত্যুর কারণ যে আত্মহত্যা, তা নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের পাশ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মিরাটে অভিনেতার বাসভবন থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ।
অভিনেতার কাছের মানুষরা দাবি করেছেন, গত কয়েক মাস মানসিক চাপে ছিলেন অভিনেতা। ব্যক্তিজীবনেও কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল।
উল্লেখ্য, তারাক মেহতা কা উলটা চশমা, ক্রাইম পেট্রলসহ একাধিক ডেইলি সোপে দেখা মিলেছে ললিত মনচন্দার।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে