চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় লিখিত অভিযোগের পর গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন গৃহকর্মী পিংকি আক্তার। এ মামলায় পরীকে ১ নাম্বার আসামি করা হয়।
২২ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় দ্বিতীয় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে সৌরভকে।
এবার পিংকি আক্তারের নামে মামলা দায়ের করেছেন পরীমনি। অনলাইনে তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে এ মামলা করেন পরী।
২৩ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে বাদী হয়ে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে, আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে