শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের শ্যুটিং সেটে মৃত্যু হয়েছে মনির হোসেন নামে এক স্ট্যান্টম্যানের। ৩ মে রাজশাহী মেডিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফি।
রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।রাফি বলেন,
মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।
রাফি জানান, সকালেই স্ট্রোক করেন মনির। তবে কাউকে জানতে বা বুঝতে দেননি।
প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প।রায়হান রাফির পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের সাথে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাবিলা নুর।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে