বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্ত-র সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ।
টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন শ্রীলংকান অধিনায়ক কুশাল মেন্ডিস। ব্যাটিং এ ওপেন করতে নেমে পাথুম নিসাঙ্গকা এবং অভিষ্কা ফার্নান্দো উড়ন্ত সূচনা এনে দেন। কিন্তু দশম ওভারে, তানজিম সাকিবের বলে মুশফিকের গ্লাভস বন্দী হন অভিষ্কা। ৩৩ বলে ৩৩ রান করে বিদায় নেন তিনি।
সাকিবের পরের দুই ওভারে একে একে বিদায় নেন নিসাঙ্কা এবং সামারাউইকরামা। নিসাঙ্কা ২৮ বলে ৩৬ এবং সামারাউইকরামা ৫ বলে তিন রান করে আউট হন।
এরপর ক্যাপ্টেন কুশাল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা কে নিয়ে ৪৪ রানের একটি জুটি গড়েন। দলীয় ১২৮ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে মাত্র ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন আসালাঙ্কা।
এরপর ক্রিজে আসেন অলরাউন্ডার জেনিথ লিয়ানাগে। তার এবং কুশাল মেন্ডিস ৬৯ রানের জুটিই মূলত শ্রীলঙ্কার বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু এসময় আঘাত হানেন তাসকিন আহমেদ। কুশাল মেন্ডিস সাহ্নত-র হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৭৫ বলে ৫৯ রান করেন।
মূলত এরপর লিয়ানাগে একাই লড়েছেন শরিফুল, তাসকিনদেরকে। অপরপ্রান্তের ব্যাটস্ম্যানদের আসা যাওয়ার মিছিলে সামিল হয়ে অষ্টম উইকেট হিসেবে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। শরিফুলের বলে মুশফিকের গ্লাভসে বন্দী হওয়ার আগে দলীয় সর্বোচ্চ ৬৭ রান করেন তিনি।
শ্রীলঙ্কার ইনিংস থামে ২৫৫ রানে। তানজিম সাকিব, তাসকিন এবং শরীফুল ৩টি করে উইকেট নিয়েছেন, মিরাজ নিয়েছেন একটি।
২৫৬ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মধুশঙ্কা-র ওভারে ইনিংসের প্রথম বলে, একরাশ হতাশা উপহার দিয়ে শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন লিটন কুমার দাস। তৃতীয় ওভারে একই পথ ধরেন আরেক ওপেনার সৌম্য সরকার। দলীয় ১৪ রানের মাথায় ব্যক্তিগত ৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
ষষ্ঠ ওভারে তৌহিদ হৃদয় ও ৩ রানে আউট হলে, বাংলাদেশের জয়ের সম্ভাবনা কিছুটা ফিকে হয়ে যায়। তখনই উইলো হাতে মাহমুদুল্লাহ রিয়াদের প্রবেশ। নাজমুল শান্ত এবং রিয়াদ মিলে ইনিংস মেরামতের কাজ শুরু করেন। এই জুটি ৬২ বলে ৬৯ রান তুলে প্রাথমিক কাজ শেষ করে। ৯২ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদ ৩৭ বলে ৩৭ রান করে আউট হলে, কিছুটা শঙ্কা তৈরি হয়। কিন্তু অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং ক্যাপ্টেন শান্ত বাকী পথটুকু কোনো ঝামেলাই হতে দেননি। শ্রীলংকান বোলারদের নাকানি চুবানি খাইয়ে এই দুই ব্যাটসম্যান মাঠের চারিদিকে রানের ফুলঝুড়ি ছোটাতে থাকে। শান্ত তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৩য় সেঞ্চুরি। আর মুশফিক তুলে নেন ৪৯ তম ফিফটি।
৪৪.৪ অভারের যখন চার মেরে খেলা শেষ করলেন শান্ত তখন তার ব্যক্তিগত রান ক্যারিয়ারসেরা ১২২ এবং মুশফিকের রান তখন ৭৩। শ্রীলিংকার পক্ষে মধুশঙ্কা ২ টি, মদুশান এবং কুমার ১ টি করে উইকেট লাভ করেন। অনবদ্য সেঞ্চুরির জন্য টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত ম্যান অফ থে ম্যাচ নির্বাচিত হন।
১ম ম্যাচ জিতে গেলেও, বাকী দুই ম্যাচের উপর চোখ থাকছে টাইগারদের। তবে দুশ্চিন্তার অন্যপিঠে আছে লিটন, সৌম্য এবং হৃদয়ের ব্যাটিং ব্যার্থতা। পরের ম্যাচে কি কোনো পরিবর্তন আসবে? তা জানতে হলে ২য় ম্যাচ দেখতে হবে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে