ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত তিনি। বর্তমানে থার্ড স্টেজে আছেন হিনা। কিন্তু অভিনেত্রীর এ অসুস্থতাকে প্রশ্নবিদ্ধ করেছেন বলিউড অভিনেতা ও সমালোচক কামাল আর খান। হিনার ক্যানসারের অসুস্থতা মিথ্যা জানিয়ে বেশকিছু বিস্ফোরক তথ্যও দিয়েছেন কামাল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওয়ের প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কয়েকটি কেমো থেরাপিও নিয়েছেন অভিনেত্রী। আবার এ অবস্থাতেই অন্য অভিনয়শিল্পীদের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন অভিনয়।
হিনার এ বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছেন রোজলিন নামে একজন ক্যানসার রোগী। তিনিও অভিনেত্রী হিনার মতো স্তন ক্যানসারের রোগী। হাসপাতালে তার চতুর্থ পর্যায়ের চিকিৎসা চলছে।সম্প্রতি রোজলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ক্যানসার রোগীরা কেমো নেয়ার পর দেশের যেকোনো জায়গায় ঘুরে বেড়াতে পারেন না। এমনকি তাদের দেশের বাইরে যাওয়ারও অনুমতি দেন না চিকিৎসকরা। অথচ হিনা তা করে বেড়াচ্ছেন।
ক্যানসার রোগী রোজলিনের মন্তব্য সঠিক বলে সায় দিয়েছেন কামাল। রোববার (২৬ জানুয়ারি) কামাল তার ইনস্টাগ্রামে হিনার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,
রোজলিন বলেছেন, হিনা প্রচারে থাকার জন্য ক্ষুধার্ত। আমি মনে করি হিনার ক্যানসারের প্রসঙ্গ স্রেফ পাবলিসিটি স্টান্ট।