ফুটবল জগতের জাদুকর লিওনেল মেসি। বাম পায়ের জাদুতে মুগ্ধ তাকিয়ে রয় পুরো বিশ্ব। ফুটবল প্রেমীরা অকপটে স্বীকার করে নেন, তিনিই সর্বকালের সেরা ফুটবলার।
জীবনের ৩৭ টি বছর পার করে ফেললেন মেসি। ১৯৮৭ সালের এই দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন মেসি। বাবা জর্জ মেসি ও মা সেলিয়া কুচেত্তিনির তৃতীয় সন্তান তিনি। ১১ বছর বয়সে শরীরে গ্রোথ হরমোনজনিত জটিলতা দেখা দেয় তার। চিকিৎসার সামর্থ্য ছিল না পরিবারের। তার চিকিৎসার আশা মেসির পরিবার পাড়ি জমায় বার্সেলোনায়। ২০০০ সালের সেপ্টেম্বরে তার ট্রায়ালের ব্যবস্থা করে বার্সেলোনা।
কিশোর মেসির পায়ের জাদুতে মুগ্ধ হন বার্সার ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ। ১৪ ডিসেম্বর, কাগজ না পেয়ে ন্যাপকিনে মেসিকে কাতালান ক্লাবে স্বাক্ষর করান তিনি। সম্প্রতি সেই ন্যাপকিন বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি টাকায়। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় তার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ১৮ বছর বয়সী মেসি। তবে মাঠে তার স্থায়িত্ব ছিল মাত্র ৪৩ সেকেন্ড। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর পুরো ক্যারিয়ারে আর মাত্র দুবার লাল কার্ড দেখেছিলেন মেসি। মেসির জীবনে গোল হিসেব করলে সংখ্যাটা প্রায় আটশ।
মেসি তার সময়ের সবচেয়ে ট্যালেন্টেড প্লেয়ার, টা তার বিরোধী যে কোন দলের প্লেয়ার এবং কোচেরা একবাক্যে স্বীকার করেন। আর তার স্বীকৃতি তিনি আদায় করে নিয়েছেন, এ পর্যন্ত আটবার সেরা প্লেয়ারের তকমা হিসেবে পরিচিত ‘ব্যালন ডি’ওর’ জিতেছেন ৮ বার। যারমধ্যে ৪ বার জিতেছেন টানা ৪ বছরে।
মেসি একসময় ছিলেন শুধুই বার্সেলোনা-র খেলোয়ার। বার্সেলোনার হয়ে তার পার্ফমেন্স ঈর্ষণীয়। বার্সেলোনার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড তার দখলে। এমনকি বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গ্লের মালিক তিনি। বার্সেলোনা এবং মেসি যেন একই সুতোয় গাঁথা দুটি নাম। কেউ কখনো ভাবতেই পারেননি, মেসি কখনো বার্সেলোনা ছেড়ে যাবেন। বার্সেলোনার হয়ে মেসির অর্জন বলে শেষ করা যাবে না। একসময়, হেটার্সরা বলতে শুরু করেছিলেন, মেসি শুধু ক্লাব প্লেয়ার, জাতীয় দল আর্জেন্টিনার জন্য তার ভালোবাসা নেই।
কিন্তু, মেসি তো মেসিই। সবার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নিজের সর্বস্ব দিয়ে। কিন্তু জাতীয় দলের সর্বোচ্চ সম্মান, ফিফা ওয়ার্ল্ড কাপ রয়ে যাচ্ছিলো অধরা। অবশেষে ২০২২ সালে বিশ্বকাপ হাতে নিয়ে সবার সমালোচনার জবাব দিয়েছেন লিয়োনেল মেসি, হয়েছেন ২০২২ এর গোল্ডেন বল বিজয়ী।
মেসি, শুধু একটি নাম নয়, আধুনিক ফুটবলের জাদুকর। আজ তার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা ক্ষুদে জাদুকর।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে