প্রকাশিত হয়েছে অভিনেতা, লেখক, কবি শিমুল খানের দ্বিতীয় বই ‘চল্লিশ হাওয়া’। অবাক করা বিষয়, বইটি উতসর্গ করা হয়েছে চিত্রনায়িকা বুবলিকে। বইটির মোড়ক উন্মোচন করেছেন বুবলী নিজেই।
১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করতে গিয়ে চমকে যান চিত্রনায়িকা বুবলী।কারণ তিনি আগে থেকে জানতেন না বইটি তাকেই উৎসর্গ করা হয়েছে। বইটি খোলার পর তিনি অবাক হয়ে সাংবাদিকদের সামনে নিজের সরল মুগ্ধতা প্রকাশ করেন।
সহকর্মী বুবলীকে বই উৎসর্গ করা প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন,
‘আদর্শ সহকর্মী এবং মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপ এবং আচার ব্যবহারে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজকসহ সবাই বরাবরই মুগ্ধ! তাই তার এই সুন্দর পথচলাকে আরও অনুপ্রাণিত করার জন্যই আমি আমার এই দ্বিতীয় বইটি শবনম বুবলীকে উৎসর্গ করে তাকে সারপ্রাইজ দেই।’