শোবিজ দুনিয়ায় শুধুমাত্র ট্যালেন্ট দিয়ে কাজ পাওয়া যায় না। বিভিন্ন সময়ে অভিনেত্রীরা এ ধারনাকে সত্য বলে প্রমাণ দিয়েছেন। এবার পাকিস্তানি অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসেন খান।
পাকিস্তানের সংবামাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নাদিয়া শোবিজ দুনিয়ায় কালো অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।নাদিয়া বলেন,
প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে পুরুষরা নারী অভিনেত্রী ও মডেলদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পেতে সাহায্য করে। বিনিময়ে তারা দাবি করেন অনৈতিক কাজের। একটি ‘স্পেশাল ডিনারে’ অংশ নেয়ার জন্য চাপ দেন।
নাদিয়া আরও বলেন,
আমি দেখেছি, কাজ পাওয়ার আশায় অনেকে সেচ্ছায় অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন। ওই সব ‘স্পেশাল ডিনারে’ অংশ নেন। আবার অনেকে এসব এড়িয়ে চলেছেন। এজন্য ভালো কাজ হাতছাড়াও করেছেন।
একটু হতাশ হয়েই নাদিয়া বলেন,
শোবিজে নতুন আসা তারকারা এ সমস্যায় বেশি পড়েন। তবে প্রতিষ্ঠিত পরিবার ও ক্যারিয়ার থাকার পরও এ সমস্যায় অনেকে পড়েছেন। আমিও একাধিকবার এ সমস্যার পড়েছি।
নাদিয়া বলেন,
বিবাহিত তারকাদের ‘স্পেশাল ডিনারে’ অংশ নিতে বেশি দেখেছি। কারণ তারা সন্দেহের বাইরে থাকেন। তাদের অনৈতিক কাজ খুব বেশি ধরাও পড়ে না।