প্রথমবার অভিনেত্রী জয়া আহসানের সাথে কাজ করতে চলেছেন সঙ্গীত জগতের দুই জনপ্রিয় মুখ, প্রীতম ও এলিটা। এবারই প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন জয়া, প্রীতম ও এলিটা।
জয়া বলেন,
আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক।
জানা যায় একটি মিউজিক্যাল ফিল্মে পর্দা ভাগ করে নিয়েছেন তাঁরা। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাদীয়া ইসলাম। তিনি রোজা নামেই পরিচিত। তিনি জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন।
সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়,নতুন প্রকল্পটির নাম এখনো ঠিক হয়নি। মিউজিক্যালটিতে সময়ের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন।
রোজা বলেন,
সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।
অভিনয়ের পাশাপাশি মিউজিক্যালটিতে গানও করেছেন এলিটা করিম ও প্রীতম হাসান। রোজা জানান, মিউজিক্যালটির ট্রেলার আসবে আগামী শুক্রবার। এটি ২৭ জানুয়ারি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পাবে।