বিয়ে করছেন দক্ষ্মিণী সুপারস্টার প্রভাস। এখন পর্যন্ত একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে প্রভাসের। বিশেষ করে ‘বাহুবলি’র সময় থেকে আনুশকা শেঠির সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে এই আলোচনা আরও তীব্র হয়।
বহুবার বিয়ের গুঞ্জনও শোনা গেছে তার। তবে তা বাস্তবে রূপ নেয়নি কখনও। এবার জানা গেল, সকল গুঞ্জন পেছনে ফেলে অবশেষে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস। এক সাক্ষাৎকারে অভিনেতা রামচরণের মন্তব্যে নতুন এই জল্পনার সূত্রপাত।
সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে সিজন ৪’ টক শোতে প্রভাসের সম্ভাব্য বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রভাসের বন্ধু এবং সহ-অভিনেতা রাম চরণ।
যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের মাঝে এই খবরটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে