তরুণ দর্শকদের কাছে এক জনপ্রিয় নাম তামিম মৃধা।ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন অভিনেতা। অভিনয় ছাড়তে চলেছেন তিনি।
তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়।
২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। মডেলিংসহ মূলধারার কাজে তাকে সবসময় দেখা যায়।
তবে তার বড় ভাই জানিয়েছেন, তামিম নাকি মূল ধারার বিনোদন মাধ্যমে আর অভিনয় করবেন না! ইউটিউবার এবং গায়ক হিসেবেও বেশ পরিচিতি তার। সম্প্রতি তাকে ইসলামিক একটি পডকাস্ট শোতে সঞ্চালক হিসেবে দেখা যায়।
এরপরই তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন,
‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে