২৫ জানুয়ারি বিকেলে ৩টায় কালিহাতি উপজেলার এলেঙ্গায় অথেনটিক প্রোডাক্ট হারল্যানের স্টোর উদ্বোধনের কথা ছিল অভিনেত্রী পরীমনির। কিন্তু পরীমণির আগমন ঘিরে বিপরীতমুখী অবস্থান নেন স্থানীয়রা।
গত সপ্তাহ দুয়েক ধরে বিষয়টি নিয়ে চলে আলোচনা-সমালোচনা। একপর্যায়ে পরীমণির এ সফরকে ঠেকাতে প্রস্তুতি নেন স্থানীয় মহল। এ অবস্থায় চাপের মুখে পড়ে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ হারল্যান স্টোরটির এলেঙ্গার শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেন।
বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি লিখেছেন,
‘এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে?’
তিনি আরও জানালেন,
‘ইনসিকিউর ফিল হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা! মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?’