আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মেহেদী মিরাজ ও নাজমুল শান্ত এর জোড়া সেঞ্চুরিতে ভর করে ৩৩৫ রানের পাহাড়সম লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ। জবাবে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় আফগানিস্তান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ইব্রাহিম জাদরান। তাসকিন আহমেদ আফগানিস্তানের ৪ উইকেট তুলে নেন মাত্র ৪৪ রানের বিনিময়ে।
বাংলাদেশের বেঁধে দেয়া ৩৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে আফগানরা। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ১ রানের মাথায় শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন রাহমাতুল্লাহ গুরবাজ।
এরপরই আফগানিস্তানের হাল ধরেন ইব্রাহিম জাদরান এবং রাহমাত শাহ। এই জুটি ৯৭ বলে ৭৮ রান সংগ্রহ করে আশার আলো দেখাচ্ছিল আফগান শিবিরে। ১৮ তম ওভারে তাসকিন ক্লিন বোল্ড করেন রাহমাত শাহকে।
এরপর হাসমাতুল্লাহ শাহিদী কে নিয়ে আরেকটি জুটি করেন জাদরান। এই জুটিতে ৫৮ বলে ৫২ রান সংগ্রহ করেন তারা। খুবই সাবলীল ব্যাটিং করছিলেন এই দুজন ব্যাটসম্যান। তবে আরেক পেসার হাসান মাহমুদ ২৮ তম ওভারে আঘাত হানেন আফগান শিবিরে। ফর্মে থাকা ইব্রাহিম জাদরান উইকেটের পিছনে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার আগে দলীয় সর্বোচ্চ ৭৫ রান করেন মাত্র ৭৪ বলে।
নাজিবুল্লাহ জাদরান এবং হাসমাতুল্লাহ শাহিদী জুটি আরো ৬২ রান যোগ করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। হাসমাতুল্লাহ শাহিদী ফিফটি তুলে নিলেও পরপর এই দুজনের উইকেট হারিয়ে জয়ের আশা শেষ হয়ে যায় আফগানদের। গুলাবাদিন নায়েব ১৫(১৩ বলে) এবং রশিদ খান ২৪(১৫ বলে) রান করলেও আফগানিস্তান থেমে যায় ২৪৫ রানে।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৮.৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে ৪ টি উইকেট নিয়েছেন। এছাড়া শরিফুল ইসলাম ৩৬ রানে ৩ টি, হাসান মাহমুদ ৬১ রানে ১ টি এবং মেহেদী হাসান মিরাজ ৪১ রানে ১ টি উইকেট নিয়েছেন।
অপরাজিত ১১২ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পয়েন্ট টেবিলে বাংলাদেশ +.৩৭৩ রানরেট নিয়ে এগিয়ে গেলো। পরবর্তী ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে জিতে যায়, তাহলে সুপার ফোরে যাবে বাংলাদেশ এবং শ্রীলংকা। আর যদি আফগানিস্তান জেতে, তবে রানরেটের মারপ্যাচে পড়তে হবে তিন দলকেই। আর ম্যাচ পরিত্যাক্ত হলেও বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে