মা হলেন সুনীল কন্যা আথিয়া !
বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি মা হয়েছেন। ২৪ মার্চ কন্যাসন্তানের জন্ম দেন আথিয়া। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। কন্যা হওয়ার খবর জানিয়েছেন আথিয়া-লোকেশ দুজনই। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারা।দুটো রাজহাঁস সম্বলিত একটি ফটো কার্ড ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আথিয়া-লোকেশ। তারা লেখেন, “২৪ মার্চ আশীর্বাদ হিসেবে একটি কন্যাসন্তান পেয়েছি।”Continue Reading