২০১০ সালে রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায় প্রথম কাজ করেন বলিউড ডিভা রাভিনা টেন্ডন। এরপর আর কোনো বাংলা সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি। সবকিছু পরিকল্পনা মতো এগোলে আবারও রাভিনাকে দেখা যাবে বাংলা সিনেমায়।
সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা আতিউল ইসলাম। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায় , ‘বানসারা’ সিনেমার শুটিংয়ে এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন নির্মাতা আতিউল। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। এ সিনেমাতেই অভিনয় করার কথা চলছে রাভিনার।
‘বানসারা’ সিনেমায় অভিনয়ে রাজি হলে রাভিনাকে দেখা যেতে পারে একজন রাজনীতিবিদ হিসেবে। কলকাতায় শুটিংয়ের পর্বে উপস্থিত হতে পারেন অভিনেত্রী।এ প্রসঙ্গে নির্মাতা আতিউল বলেন,
সিনেমাটি বিগ বাজেটে তৈরি হচ্ছে বলে আমরা রাভিনার কথা ভেবেছি। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তবে এখনও এ সিনেমায় অভিনয়ের সম্মতি হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানাননি।