গত ২৪ জানুয়ারি শুক্রবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত হয় বইপোকাদের মিলনমেলা। বাংলাদেশ বুকওর্ম এসোসিয়েশন ও বইঘর কতৃক আয়োজিত লিটারারি ব্র্যান্ড শো “লেখকের গল্প: বিশেষ সাক্ষাৎকার সিজন-৩”-এর সফল সমাপ্তি এবং বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয় এ মিলনমেলার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ঘরানার লেখক, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, বইপ্রেমী ও সাহিত্যনুরাগীরা। আয়োজনে আরও ছিল ‘বই পড়া ও পাঠকের গতিপ্রকৃতি কোন পথে’- শীর্ষক আলোচনা।
আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, গবেষক, উত্তর উপনিবেশী তাত্ত্বিক ও বুদ্ধিজীবী ফয়েজ আলম; প্রখ্যাত কথাসাহিত্যিক ও মনোবিশেষজ্ঞ প্রফেসর মোহিত কামাল; কবি ও কথাসাহিত্যিক নাসরীন জাহান; জনপ্রিয় কথাসাহিত্যিক, প্রকাশক ও চিত্রনাট্যকার মোহাম্মদ নাজিম উদ্দিন; কবি ও গবেষক ডক্টর সফিকুল ইসলাম এবং লেখক, শিক্ষানুরাগী ও সামাজিক উদ্যোক্তা বাদল সৈয়দ প্রমুখ।
এসময় তারা দেশের সাহিত্য, বইপড়ার চর্চা, সাহিত্যকে সমৃদ্ধ করতে লেখক ও পাঠকদের করণীয় ইত্যাদি নিয়ে মহামূল্যবাদ মতামত প্রদান করেন৷ তাছাড়া অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে লেখক-পাঠক-প্রকাশকদের সম্মিলিতভাবে কাজ করার আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও নাহিদ বাদশা৷ বক্তব্যে তিনি বুকওয়ার্ম নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানানোর পাশাপাশি আগামীতে নতুন উচ্চতায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তাদের পাশাপাশি বাংলাদেশের সাহিত্যজগত যাদের অবদানে এগিয়ে যাচ্ছে তাদের অনেককে উক্ত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয়৷ সম্মাননা প্রাপ্তদের মাঝে ছিলেন ‘লেখকের গল্প সিজন-৩’ এর আমন্ত্রিত ৩০ জন লেখক ছাড়াও বিভিন্ন বইভিত্তিক সংগঠন, দেশের সক্রিয় ফেসবুক কমিউনিটি, সামাজিক সংগঠন, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, বুক-রিভিউয়ার ও সাহিত্যানুরাগীসহ অনেকেই৷ সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে উক্ত দিনের বিকেল ও সন্ধ্যা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বুকওয়ার্ম এসোসিয়েশনের সহ প্রতিষ্ঠাতা ফাহাদ হৃদয় এবং উপস্থাপনায় ছিলেন রাসনা আমিন ও মোহাম্মদ আসাদুজ্জামান সজীব।বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশনের সকল সদস্যের পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ- প্রতিষ্ঠাতা রেহান জিহাদ।আলোচনা ও সম্মাননা প্রদান শেষে গ্রুপ ছবি ও কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় এবারের আসরের৷
উল্লেখ্য, সাত বছর আগে অর্থাৎ ২০১৮ সালে গড়ে ওঠা বাংলাদেশ বুকওয়ার্ম এসোসিয়েশন নামের প্রতিষ্ঠানটি ধীরে ধীরে নিজেদের মেলে ধরেছে এবং সাহিত্যানুরাগীদের মনে জায়গা করে নিয়েছে। দেশের মানুষের মাঝে জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বই নিয়ে নিরন্তর কাজ করে যাওয়ার বিষয়ে দৃঢ়প্রত্যয়ী প্রতিষ্ঠানটির সদস্যরা।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আরও খবর পড়তে ক্লিক করুন এখানে