ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও গানগুলো শ্রোতাদের মনে এক অলিখিত জায়গা করে নিয়েছে। এবার এই গানগুলো গায়ককে সামনাসামনি দেখা সুযোগ পাবেন শ্রোতারা।
একের পর এক পাকিস্তানি শিল্পী কনসার্ট করছেন বাংলাদেশে। জাল, কাভিশের পর এবার ঢাকায় আসছে ‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ। জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন।
মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশনের দেয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমদিকেই ঢাকায় হতে যাচ্ছে পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদের কনসার্ট। কনসার্টের শিরোনাম “Melody Unleashed”। তবে এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি।
এ কনসার্টে অংশ নিতে পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং Roxen ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসছেন।তার সঙ্গে গানের একই মঞ্চে গান গাওয়ার কথা রয়েছে ব্যান্ড দল লেভেল ফাইভ এবং এ কে রাহুল ও তার দল।
আগামী ৭ ফেব্রুয়ারি বসবে জমকালো এ গানের আসর।বিকেল ৩টা থেকেই কনসার্টটি শুরু হওয়ার কথা রয়েছে।
কনসার্টে অংশ নিতে আগ্রহী দর্শকরা অনলাইনে এবং নির্ধারিত আউটলেটগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।